Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get Services

সেবা সমূহ

কি ভাবে পাবেন

১। ফসলের বাস্তব ভিত্তিক আয়তন উৎপাদনের হিসাব নির্ণয়ের জন্য ২১ টি দাগগুচ্ছের উপর বৎসরে ০৪ টি পর্ব সরেজমিনে সঙগৃহীত তথ্যাবলীর প্রতিবেদন যথাসময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্ররণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

২। ১৫৫ টি ফসলের আয়তন ও উ্পাদনের আনুমানিক হিসাব নিয়মিত সম্পাদন ো প্রতিবেদন প্রেরণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৩। প্রধান প্রধান ০৫ টি ফসলের বাস্তব ভিত্তিক হিসাব তৈরী করিতে ১২ টি নির্বাচিত নমুনা মৌজার ৬০ জন নমুনা কৃষকের সাক্ষাত গ্রহণপূর্বক সময়সূচী মোতাবেক প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা করা।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৪। প্রধান প্রধান ফসলের একর প্রতি ফলন নির্ণয়ের জন্য সরেজমিনে গমন করিয়া পরীক্ষামূলক সস্য কর্তনের ব্যবস্থা গ্রহণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৫। গবাদি পশুসম্পদ, খামার, পুকুর, মসজিদ/মন্দির, ইত্যাদি জরিপ কাজ সম্পাদন।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৬। ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান এবং আবহাওয়া ও শস্য সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতি করণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৭। প্রধান প্রধান ফসলের পূর্বাভাস তথ্য সংগ্রহ করা।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৮। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের জরিপ কাজ সম্পাদন।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

৯। উপজেলা সোর্সবুকের যাবতীয় তথ্যাদি সংগ্রহ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

১০। আদমশুমারী, কৃষিশুমারী, অর্থনৈতিক শুমারী, তাঁতশুমারীর কাজ সম্পাদনের ব্যবস্ধা গ্রহণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

১১। ঢাকা সদরে অবস্তিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ০৯ টি উইং এর পরিচালক মহোদয়গনের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রেরণ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।

১২। প্রতি মাসে প্রতিটি ইউনিয়ন হতে ০৩জন প্রকৃত স্বচ্ছল কৃষক এর নিকট হইতে কৃষি মজুরী পরিসংখ্যান এর তথ্য সংগ্রহ।

অত্র অফিসে সংরক্ষিত নথি হইতে।